আমরা যখন সদ্য তরুণ, মেঘ এত অন্ধকারাচ্ছন্ন ছিল না। সময় বদলেছে, চিন্তা ও মেধার অবক্ষয় স্পষ্ট। ২০১১ সালে ‘ব্যাঙের ছাতা’ লিটল ম্যাগাজিন শুরু করেছিলাম হাত খরচের টাকায়। প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ২০১২এর জানুয়ারিতে। কত জায়গায় যে ঘুরেছি, লিটিল ম্যাগাজিন মেলায় নিজেদের স্বাক্ষর রাখতে, সেসব এখন ইতিহাস। টেবিলে বেশকিছু ‘ব্যাঙের ছাতা’, আর তেমন কিছু থাকত না। তারপর অনেক বছর গেছে, বদল ঘটেছে মনন ও মানসিকতার।
অনেক দিন ভেবেছি কিছু বই প্রকাশ করার, ইচ্ছে পূরণ হল একটি কবিতার বই করার পর। যদিও বাধা হল, প্রকাশনের নামকরণ নিয়ে। নামও দেওয়া হল ‘পাঞ্চজন্য’। তিনটে বই প্রকাশিত হল। তারপর আবার নাম পরিবর্তন, নতুন নাম হল ‘বল্মীক’। রহড়াতে ভাড়া থাকা শুরুর পর এক আড্ডায় বসে, এই নাম দিয়েছিল দুই বন্ধু, তথাগত আর উদয়ন। সেই থেকেই মনে ইচ্ছে ‘বল্মীক’ নামে আরেকটা পত্রিকা প্রকাশ করার, শুরু করতে পেরেছি প্রথম সংখ্যার কাজ। চলছে জীবনানন্দ দাশ সংখ্যার কাজকর্ম। প্রিন্ট সংখ্যা প্রকাশের আগেই, উদয়নের সহযোগিতায় শুরু করতে পেরেছি বল্মীক ওয়েবজিন।
২৫ ফেব্রুয়ারী থেকে বল্মীক ওয়েবজিনে প্রতিদিন প্রকাশিত হচ্ছে গল্প, গদ্য, কবিতা, প্রবন্ধ, লোকসংস্কৃতি, ভ্রমণ, আলোচনা ইত্যাদি। এই অল্প সময়ে দেশ-বিদেশের নিয়মিত পাঠক দু’হাজার ছাড়িয়েছে। আপনারা এইভাবে সকলের কাছে পৌঁছে দিন, পড়ুন, লেখা পাঠান। আমরাও সম্পূর্ণতার পথে একটু একটু করে এগিয়ে যাই, আপনাদের ভালোবাসায়।
সহযোগিতা ও মতামত দেওয়ার জন্য আপনারাও পিছপা হবেন না। লেখা হোক বা সুচিন্তিত মতামত, আমাদের মেইল করুন [email protected]এ। লেখা পাঠানোর নিয়মাবলীও পেয়ে যাবেন মেনুতে।
এই বসন্ত উপভোগ করুন। বল্মীক ওয়েবজিন নিয়মিত পড়ুন।