স্পর্শ
আঁজলা ভরা জল রাখি এ মৃত্যুর বুকে
হেঁটে যাই বহুদূর, গত জন্মের মেঠো আলপথ ধরে
আর দেখি কীভাবে বিবাহসাজে সেজে ওঠে
নিথর দেহ
লাল পাড় শাড়ি, আলতা মাখা পা গ্রাম পেরিয়ে কাঁটাতার পেরিয়ে আজ শহুরে রাস্তায় সেই মেয়ে
এক কপাল সিঁদুর নিয়ে
ভোরের আলো ভরা রাস্তায় উড়ন্ত সব খইয়ের মতোই তার কাঙ্খিত পথ
তবু কেন এই মহামারী, বিমর্ষ সংলাপ
কেন সে পেলো না এইটুকু
আমার স্বপ্ন থেকে আরেক স্বপ্নের মাঝে
আজ রাঙা হয়ে উঠুক তার সিঁথি
রাস্তা ভরে যাক সাদা জুঁইয়ের মতো খইয়ে…
শেষবার স্পর্শ করি আমি তাকে,
স্বপ্ন থেকে স্বপ্নের গভীর স্পর্শে, জঠর যন্ত্রণায়…
ছবি – বিকাশ ভট্টাচার্য