রাজসী বসু কুন্ডুর দুটি কবিতা

সরস্বতী মহাভাগে

ক্ষয়ে আসে সব…
ঠিক যেন মরা বিকেলের ফিকে হয়ে আসা আলো,

বয়ে নিয়ে আসছে গতদিনের খবর।

সারি সারি আঁধার বন্ধ জানলা,
দরজার ফাঁক দিয়ে গলে এসে আমার ঘরে ঢুকে আসে।
আমি সামলাতে সত্যি কি পারি?
তুমি তো জানোই সব…
সবটুকু আঁধার পেরিয়ে আলেয়ার মতো দেখা যায় তোমার দুপুর বেলার শাড়ির আঁচল।
আরাম দেয় আমায়, আরাম দিতো…
অবিরাম, বৃষ্টিজলের মতই।
আমি ছুট্টে যাই, সেই আঁচলের কাছে,
কিন্তু তুমি তো এখন তারা, সদ্য ফোঁটা ফুলের মতো তারা,
শুধু তোমায় ধরতে গেলে
আমায় পেরিয়ে যেতে হবে সহস্র আলোকবর্ষ। বেরিয়ে আসতে চাই এই আলেয়ার গোলকধাঁধা থেকে…সত্যি কি চাই?
জানিনা…
তবু আলো আঁধারি হাতড়ে পৌঁছে যাই রাস্তায় মোড়ে, অনেক অনেক আর্টের ঠাকুর,
হ্যাঁ গো আর্টের সরস্বতী ঠাকুর, তোমার অপেক্ষায় বসে আছে,
তোমার ঠাকুর ঘরে বসে তোমার হাতে পুজো নেবে বলে। আমি অন্ধ হয়ে যেতে চাই…
আর্টের ঠাকুর আমি দেখবো না,
আর্টের ঠাকুর আমায় সেই আলেয়ার কাছেই নিয়ে গিয়ে ফেলবে।
আমার ভয় করে।

কানের পাশে শুনতে পাই এম্বুলেন্স,
তুমি বসেছো,
বিপ বিপ করা যন্ত্রের মতো
একটি শিশু কন্ঠ বলে যায়,
2020,
করোনা,
ডেড-ডেড-ডেড
না না expired।

আমি পালাবো আজ। সব ফেলে দিয়েই।

আমার চাইনা আর কিচ্ছু।
ছুটতে ছুটতে এক অন্ধ গলির বুকে এসে পড়ি, দেখি সরস্বতী ঠাকুর ওরা আনতে গেছে…
যে পুজো তুমি শুরু করেছিলে…
কিন্তু আমার সরস্বতীর বিসর্জন হয়ে গেছে,
ঠাকুর তো অনেকক্ষণ থাকেনা গো।

আলেয়া, আমি ঘুমোতে চাই, তোমার কোলে। আমাকে ঘুম পাড়িয়ে দাও প্লিজ?

 

আরও পড়ুন তিলক পুরকায়স্থের গল্প জীবনের আয়নায়

 

অপেক্ষা

তোমার কোনো খবর নেই সারাদিন জুড়ে খুঁজে বেড়াই আমি তোমাকে, সেই না খবরের পাড়ায় খুঁজে বেড়াই এদিক সেদিক খুঁজে বেড়াই ঠিক যেমন অবুঝ মনে একাই খোঁজে চিল অক্লান্ত যুবক যেমন চুপ করে বসে থাকে, মাছ ধরতে এসে আর মাছটা সারা জল তোলপাড় করে এসে খুঁজে নেয় তার মৃত্যু বান তোমাকে ঠিক সে ভাবেই খুঁজে গেছি আমি জীবনভর। আড়ালে চলে যায় সকালের কাজ, দুপুরের নিস্তব্ধতা, আর বিকেলের পড়ে আসা বসন্তের বেলা রাস্তায় বেরোই আমি… জানিনা কোন পথে যাবো। তবুও হাঁটি হেঁটে পেরোয় শতাব্দীর রক্তমাখা পথ ক্লান্ত হইনি আমি, ক্লান্তি আমার নয় হেঁটে হেঁটে আমি রাতের কাছে আসি, রাত আমায় ঘিরে ধরে তার অন্ধকার, শীতল হাতে… কিন্তু আমি তো শতাব্দীর পথ শুধু তোমার হাতের অপেক্ষায় পেরিয়ে এসেছি…

আরও পড়ুন সোনালী ঘোষের কবিতা সাইমন ও সাইমন

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By রাজসী বসু কুন্ডু

অক্ষর আর আকাশ কুসুম স্বপ্ন বুনেই লিখতে ভালোবাসে। প্রকাশিত বই- মীরার গান, বিষণ্ণতার ছবি।

Leave a Reply