বর্ষার শেষপ্রান্তে যখন শরৎ এর ছুঁয়া
লেগে যায় ধরনীর আকাশ বাতাসে,
দুলে ওঠে কাঁশবন, কাশির মাথা হেলে
দুলে উড়ে যায় দক্ষিণায়।
শুরু হয় কুয়াশার ঘন ঘটা রণ,
উড়ে যায় মেঘদল পাখির মতন;
কারো আসে আগমনী কারো যায়
চোখের মণি,
কারো কতো উড়ে পড়ে মন।
কত প্রাণ বসে থাকে, মনে মনে ছবি আঁকে,
চারদিনের বায়না পাবে বলে’
কত পথ-ঘাট হাঁটে, পৌঁছায় শহর মাঠে,
রঙ্গ রসে কত বুলি বলে।
কতো কুমারকাটি, হাতে নিয়ে কাঁদা মাটি।
বসে থাকে দিন গুনে হাতে,
বাজারে বণিক যারা সবে মিলে দেন সাড়া,
দুর্গোৎসব আসছে বলে তাতে।।
শিউলির ঝরে পড়া, তখনই পবিত্র ধরা,
জলপদ্মা ফুটে জলাশয়,
তাতে কৃষকগণ হাতে পায় পেটের ধন।
কত পেটের ক্ষুধা দূর হয়।
কতো আছে পথ চেয়ে, পূজা কবে আসছে ধেয়ে,
হাঁটে যাবে গাছের ফসল,
কলা, কমলা কুশিয়ার,
আছে যত যার যার,
উঠে বসে কতো মনবল।।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By বরুণ দাস

জন্ম ৪ ডিসেম্বর ২০০১ সালে আসামের করিমগঞ্জে। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র।

Leave a Reply