ইচ্ছে মরণ
স্বার্থপর
যা-ইচ্ছে তাই..
লাগাম বিহীন মুরব্বী দরে
কাজ করিয়ে দিনের শেষে…
পান্তা দুটো দেয় কেবল চুমুক৷
স্বর্থতা যেদিন দিল বেঁচে…
কেবল একে বেঁকে টেরে মেরে,
পথিক জনের ছত্র-ছায়া দিল বেঁচে!
হাত পাতলো কামের বেলা;
কামের শেষে ‘তু কোন, ম্যায় কোন’ ?
জগতটাকে চেনা বড্ড কঠিন;
পদে পদেই রয়েছে পদ মারার ফাঁদ!
ইচ্ছে মরণ
স্বেচ্ছামরণ ডাকবে অমর কথা;
পাগলের প্রলাপ নেই কোন ভরসা,
ভেবেছি যখন নিশ্চিত হতে কতক্ষণ!
মায়াবী শহরে কত গহ্বর ৷
ডাক দিয়েছে ব্যকুলতার রহস্যময়ী…
শহরতলি গহ্বরের মায়ার জালে..
চক্ষুচরক অঘটন কতকটি
ব্যদনার শহিদ সহমরণ…
পাগলের প্রলাপ নেই কোন ভরসা,
স্বেচ্ছামলণ ডাকবে অমর কথা ৷
ভালোবাসি তাই চাহি তাঁরে
চাহি চাহি একাকার…
তোমরি এ কেমন মায়া
তোমারি স্বার্থে আমি মরিমরি..
গেথেছিলাম যৌবন হইব
তোমারি হৃদয় চুম্বন লয়ে..
তোমারি মায়ায় ফেটে যায় জান..
পাগরিরে ও পাগলি তোরে
বিরক্ত করিয়া লয় তোমারে ভালোবাসি বলে;
প্রেমের শেষ যাত্রা
যাচ্ছে তাই…
বলাই তোমার কদর নাই,
যাব যেদিন কুমোরতলির-ঘাটে
আর ফিরবো না চোখ তুলে..
হৃদয় বেঁধে ডাক দিলেও ফিরব না..
চির-নিদ্রায় থাকব খাটের পালঙ্কে
সাঁদা কাপন পরে;
প্রেমের অস্ত
প্রেমের অস্ত নেমেছে…
গোধূলির সোনালীর আভায়,
দুচোখের অশ্রুর বন্যা গেছে নীল সমুদ্রের পারে…
পাহাড়ের গাঙে ভারাক্রান্ত হৃদয় নিয়ে
নীল পাহাড়ে মহাকালের তান্ডবেও
ভূলতে নারাজ পাগলিটারে…