কল্পলোক
তোমায় দেখেছি, সেদিন প্রাণ ভরে দেখেছি,
যেদিন তোমার পর্দাপন ঘটে, এ পূর্ণ ভূমির ধন্য গলির মুখে,
সেদিন আমার চোখে তুমি ছিলে, ক্ষীণ আলোকে চাঁদের ছায়া,
কিন্তু আজ হয়ে গেছো স্বপ্নময় রাত্রির মহাকাশ,
যা তুমি ভেবেছো কিন্তু, করনি প্রকাশ।
ছবি – লেখক