হিয়ার কবিতা

ঋতুদের মতো

বর্ষা আসে, তবু আসে না
গ্রীষ্ম আসে, তবু যায় না ।

শীত এসেই বলে, এবার তবে যাই ।

শরৎ আসে, তবে হয় না চিরস্থায়ী
হেমন্তও তেমনই ক্ষণস্থায়ী ।

কিন্তু তুমি না হয় বসন্ত হয়েই এসো …

রয়ে যেও
অথবা
থেকো না একটুও

বসন্তের রূপ-রস-গন্ধের মতো তুমিও তো ঈশ্বরেরই দান ।

প্রকৃতির মতোই কেবল তোমার প্রতিই টান।।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By হিয়া

বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। সাহিত্যকে ভালোবেসে দু'চার কলম লেখার প্রচেষ্টা ও মনের ভাব প্রকাশ। প্রকৃতার্থে পরিচিতি-সূচক বলতে আমার কবিতাই, আর কিছুই নেই।

Leave a Reply