ঋতুদের মতো
বর্ষা আসে, তবু আসে না
গ্রীষ্ম আসে, তবু যায় না ।
শীত এসেই বলে, এবার তবে যাই ।
শরৎ আসে, তবে হয় না চিরস্থায়ী
হেমন্তও তেমনই ক্ষণস্থায়ী ।
কিন্তু তুমি না হয় বসন্ত হয়েই এসো …
রয়ে যেও
অথবা
থেকো না একটুও
বসন্তের রূপ-রস-গন্ধের মতো তুমিও তো ঈশ্বরেরই দান ।
প্রকৃতির মতোই কেবল তোমার প্রতিই টান।।