বরুণ দাসের কবিতা

অগ্নিশিখা

ওগো প্রিয়ে এখনো নয় এখনো নয়,
অনেক পরে,
অনেক নিশী অবসানে, আঁধার রাতের কালো বরণ,
ছায়ার পাশে, যখন বসবে তুমি দেখবে শুধু তোমার ছায়া, শুধু তোমার ছায়া।
যে “তুমি” হয়েছ আজ আমার কলমের কিঙ্খরী ,
আমি আজ কৃতজ্ঞ, থেকে যাও থেকে যাও,
যদিও আমর পাশে নয়, আমার আকাশে,
যেন তাকালেই তোমাকে দেখতে পাই।
যেন তোমার আলোয় ভরতে পারি “দৃঢ়বন্ধন” এর মহান পাতা।

তুমি কল্পনা নয়, তুমি মানস কল্পনাও নয়,
তুমি আমার লেখনীর প্রধান কেন্দ্রবিন্দু।
যে “তুমি” কে আমি হয়তো কোন দিন দেখবোনা,
কখনো দেখি’ই নি,
কিন্তু সে “তোমাকে” দেখছি, তুমি সাধারণ একটি মেয়ের মতোই,
কালো কেশে, সোণালী চোখের সোণালী
আভায় জড়ানো দেহখানি।
কিন্তু “যে” তোমাকে আমি দেখিনি,
এখনো দেখিনি, অনুভব করছি,
“সে” তুমি শুধু পূর্ণিমার রাতে চাঁদের আলো নয়,
শুধু রবির আগমনে ঊষার শুরু নয়,
“সে” তুমি আমার মানস লোকে বিরাজমান দেবী,
যে দেবী আমার ফুলের পূজারী নয় ,
আমার প্রেমের পূজারী।

তাই বলি এখনো নয় এখনো নয় অনেক পরে,
তাকিয়ে দেখো আকাশ পানে,
তারকা রাশি রাশি, যা তোমার চোখে ক্ষীণ আলোক বিন্দু হতে পারে,
আসলে তা ক্ষীণ আলোক বিন্দু নয়,
তা মহা গগনের মহা গ্রহানুপুঞ্জ,
যারা সৌরজগতে, রাজা রাণীর মতো বিরাজ করছে।।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By বরুণ দাস

জন্ম ৪ ডিসেম্বর ২০০১ সালে আসামের করিমগঞ্জে। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র।

Leave a Reply