আদৃতা আচার্য্যের কবিতা

জীবনস্রোত

জীবন তো এক নদী, প্রবাহিত অন্তহীন,
স্রোতের মাঝে লুকিয়ে, ভেসে চলে নিয়মহীন।
কখনও সেথায় সুখের রৌদ্র, কখনও বৃষ্টির গন্ধ,
আনন্দ আর বিষাদের মাঝে বাজে হৃদয়ের সুরমন্দ।

অজানা এই পথে, জমা হয় কত স্মৃতির পাতা
বাঁধা থাকে হৃদয়ে, যেন চিরনূতন খাতা।
হারানো মুহূর্তের সুর গায় বারে বারে
অতীতের আলোকে, বর্তমানের ধারা ধরে।

তবুও এগিয়ে যাই, অচেনা কোনো পথে
স্মৃতিকে সঙ্গী করে, নিরুদ্দেশের দিশে।

শ্রাবণবাণী

আজি শ্রাবণের উন্মাদ দিনরাত্রে গুরুগম্ভীর গর্জন কর্ণপাতে;
এই মন উদাসী যে বাঁধন হারা, ছুটে চলে যায় যেনো পবন ধারা।
বরষণ মুখর নীরদ বারেবারে যে সুধায়, প্রকৃতির ক্রোড়ে তোরা আয় আজি আয়-
কলরব শোনা যায় ওই দিগন্তের ধায়, মন উড়ে চলে তারি পানে যেতে চায়।
নীরব হিয়া বসে কাঁদিছে আপনি, কোন অজানা পথ ভুলে জাগিছে একাকী;
সেই সুরে গান বাঁধিয়াছি আজি সাঁঝে, দুখ ভুলি যাই তারি সুধাময় সাজে।
ভেসে আসে বারিধারার ঝরো ঝরো বাণী, মিশে যায় তারি সাথে মনের গ্লানি;
হেরিয়া জগতের এই অপরূপ শোভাখানি, মরু কাননে যেনো তাহার জীবন আনি।।

 

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By আদৃতা আচার্য্য

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, রাজাবাজার সায়েন্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। মনের মধ্যে আসা কিছু টুকিটাকি চিন্তা-ভাবনাগুলোকে কবিতার আকারে লিখতে ভালো লাগে। কবিতা ছাড়াও স্কুল, কলেজের ম্যাগাজিনে প্রবন্ধ প্রকাশিত। গান, বিশেষত রবীন্দ্রসঙ্গীত, সবসময়ের প্রিয়, অল্পবিস্তর গাওয়ার চেষ্টা থাকে। রবীন্দ্রনাথের জীবন-দর্শন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায় অনেকক্ষেত্রেই।

Leave a Reply