১
তোমার বার্ধক্যের হাত ছোঁবেই আমার উইঢিবি আঙুলের মুঠো।
আমাকে ছোঁবেই তুমি যেকোনো মর্মে জানি।
তবে খামোখা কেন কাঁপিয়ে তুলছ রাতের সমাবেশে-
ক্লান্তির নিঃশেষ অধিকার তুমিই দিয়ে গেছ।
বিনিময়ে বুকে আর তরঙ্গ ওঠে না আজকাল।
চলো ভীষণ শুদ্ধ হই এই ঠাণ্ডা সমুদ্রের জলে।
আমরা তো ক্রমশই বোধিসত্ত্ব ছিনিয়ে পাথর হতে চাইছি।
২
ভেবেছিলাম নিরন্তর হব তোমার কাছে।
তারপরে কখন দেখি তুমিই তোমাকে ফুরিয়ে ফেলছ রোজ।
আর কিছু কথা থেকে যেতে পারে আমাদের?
জানা নেই।
দোহাই। আর তোমার চিতাভস্ম বইতে পারি না এতকাল। বরং তোমার কবরে সেঁধিয়ে খোঁজ নিয়ে দেখ,
এখনো আমার স্থাণু হাড়গোড় কিছু বাকি আছে কিনা।
ছবি – শিরিন নেশাত