বাউন্ডুলে ছেলে
আজ এই চাঁদের আলোয় ভেসে উঠেছিল তোর ওই মায়াবী মুখ, সেই মায়াবী মুখ, যার মায়ায় জড়িয়েছে এক বাউন্ডুলে ছেলে। আকাশ এর ওই তারা যেন তোর কাজল কালো আঁখি, যে আঁখিতে ডুব দিয়েছে এই বাউন্ডুলে ছেলেটা। এই মনোরম বাতাস যেন তোর ওই মনোরম কন্ঠস্বর, যার শব্দ হৃদয়ে গাঁথা আছে এই বাউন্ডুলে ছেলেটার। হ্যাঁ, এইসব কিছুই এক বাউন্ডুলে ছেলেকে গড়ে তুলেছে জীবন্ত লাশে, যে লাশ প্রতিনিয়ত জ্বলছে। রাতের শিশিরের মতো তোর ওই আঁখির অশ্রুই পারে এই আগুন নেভাতে। এই বাউন্ডুলে ছেলেটা জ্বলে যাচ্ছে যাক, কিন্তু তুই সুখে থাক। এই চাঁদের আলো, মনোরম বাতাস, আকাশের তারা যেমন শেষ হবার নয়, ঠিক তেমনি এই বাউন্ডুলে ছেলেটার ভালোবাসাও শেষ হবার নয়। রাত এর পর যেমন দিন আসে, গ্রীষ্মের পর যেমন বর্ষা আসে ঠিক তেমনি এই বাউন্ডুলে ছেলে বিশ্বাস রেখেছে দুর্দিন দূর হয়ে সুদিন ঠিকই আসবে। সে একদিন ঠিকই জিতবে!