১
কত বসন্ত ফুরিয়ে গিয়েছে তার সাক্ষাৎ কামনা করে
কৈশোর–কৈশোর, যৌবন–যৌবন
কত বসন্ত পেরিয়ে এসেছি তার সাক্ষাৎ কামনা করে
আম্রপল্লবের কাছে শুনেছি তার স্নানের গল্প
অঞ্জলি ভরে তুলে নিয়েছি জল— বসন্তের প্রত্যুষে
কত বসন্ত বৃথা, কত বসন্ত ব্যর্থ বোধ হয়েছে
কত বসন্ত তোলপাড় করেছি, তার সাক্ষাৎ কামনা করে
এ জীবন জাতিস্মর, এ জীবন শতাব্দী প্রাচীন
অপেক্ষা করেছে যদি সে ফিরে আসে এই ঘাটে
অঞ্জলি ভরে তুলে নিয়েছে জল— এ জীবন বসন্তকাল
২
আমি নিঃশব্দে পেরিয়ে আসি অতীতের ধূসরতা মুছে
এসে দাঁড়াই এমন কোনো বাঁকে,
যেখানে আমায় কেউ চেনে না— আমি এসে দাঁড়াই উত্তরে।
সেই কবে তোমায় লেখা চিঠির কোনো উত্তর পাইনি বলেই
আজ আমি খানখান হয়ে কাঁদি,
যখন আমার কার্নিশে বাসা বাঁধে প্রেম— বসন্তের বিকেলে।
বসন্ত, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা
মনে আছে আমার কথা আজও?
অস্তগামী সূর্যের আবছায়া আলোয় আমাদের প্রথম চুম্বন…
প্রথমবার জীবনে এমনভাবে কাউকে ভালবেসেছিলাম
যার জন্য আজও খানখান হয়ে কাঁদি,
যখন আমার কার্নিশে বাসা বাঁধে প্রেম— আমি আসি উত্তরে।
৩
তার ঘন হয়ে আসা নিশ্বাসে মিশে যাক আমার নিশ্বাস
তার ঠোঁটের ডগায় থাকুক আমাদের প্রথম দেখার গল্প
তার চোখের তারায় বাসা বাঁধুক সাজানো সংসার
শুধু এটুকুই চাই…
আমার মনখারাপের রাতে তার কোলে মাথা রেখে শুই
আমার সকল উদ্ভট আবদার রেখে ফেলি তার কাছে
আমার ক্লান্ত শরীর জুড়ে থাকুক তার আদর
শুধু এটুকুই চাই…
তার সামনে নির্দ্বিধায় ভেঙে পড়তে চাই কান্নায়
আমায় সামলে নিয়ে জড়িয়ে ধরুক বুকে
সব ঝগড়াঝাটির শেষে মাঝরাতে তার কপালে চুমু দিই
শুধু এটুকুই চাই…
ভালো হোক, মন্দ হোক, প্রেম হোক, বিবাদ হোক
আমি শুধু তাকেই চাই।