শঙ্খজিৎ

পাঁচটি কবিতা

উৎসব উনুনপোড়া ছাই, এই আমাদের পুরানো দিনের সখ্য! প্রেতক্ষুধা জেগেছে পশ্চিমে। রিক্ত হৃদয় নিয়ে সে এসেছে ঘাটে। ঘাটের জলে সন্ধ্যার নিবিড় রক্তিম— ক্রমাগত ম্লান হয়ে যায় দৈন্য। পাখিদের একান্ত গোপন…