দেবজ্যোতি সিংহ রায়

দেবজ্যোতি সিংহ রায়ের কবিতা

শ্মশান অরণ্য ও পোড়োবাড়ির মাঝে একঘেয়ে বেজে চলে অন্তরার সুর শ্মশানে ভিড় ক’রে আছে কিছু জরাজীর্ণ চিল ও শকুনির দল চিতার লেলিহান শিখা পুড়ে পুড়ে জেগে উঠেছে কয়লায় পাহাড় পাঁজরে…