স্বপ্ননীলের একটি কবিতা

বাইরে কোলাহল ও বৃষ্টি
তবু আমরা নির্জনে স্বাক্ষর রেখে দিই
অবেলায় কফির চুমুকে।
মনের মধ্যে মেঘ ভাড়া নিচ্ছে দোতলার ঘরে
বারান্দা থেকে আকাশ এক হয়ে মিশে যেতে চাইছে একদিন-
শেষ টেবিলের গানের উপর গান জমছে আমাদের
তাও ঠিক না হওয়া জীবনের গান গাই।
তবু যে’টুকু সময় নিয়েছি বলব বলে
হলদে পাতায় যেন দুপুরের মেঘপথে ওড়ে…
আমি দেখি একটা ছেলে হেঁটে পার হয় ট্রাফিক লাইন
তার সাথে হবে না দেখা আর কোনোদিন।

বৃষ্টি এল।
আবার বৃষ্টি এল ভিজল পথ জমল জল চেনা মনে
শ্যাওলা নামে বুকে মাঝে পথ কেটে রোজ
পুরোনো স্মৃতি হাওয়ার মত দেখতে থাকি খুঁজলে কাকে !
মেঘ করলে কফির কাপে চুমুক রাখি দুজন ঘরে।
দিব্যি তুমি থেকে আমি হয়ে যাই
অনেকটা পথ এক থেকে আলাদা হলাম ।
গোলকখানায় হারাতে জীবন চাইছে যদি
বৃষ্টিভেজা রবিবারে এ গান শোনা।
হাসির আড়ালে লুকিয়ে আছে গ ভী র তা
পাতায় পাতায় ভেজা সকালের উদাসীনতা
মন কী ভালো! সেও কি খারাপ,
সেকি বোঝে বৃষ্টি ভেজা সকাল থেকে মেঘলা মানুষ
খুঁজছে মনের অচিন পাঠক
দরজা ফাঁকে শব্দ এসে ঘুমিয়ে পড়ুক
লুকিয়ে আছে স্তরে স্তরে তার-ই প্রকাশ
কবিতা গুলো অবেলার এই অ ব স রে
তোমাকে লেখা এই কবিতা সব ফুরিয়ে যাওয়ার।

ছবি – নন্দলাল বসু

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By স্বপ্ননীল

জন্ম ১৭/৭/২০০০, ছোটবেলা থেকে লেখা লিখি ও গানের প্রতি ভালোবাসা। বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন । রবীন্দ্র ভারতী থেকে রবীন্দ্র সংগীত বিষয়ে স্নাতকোত্তর লাভ করেছেন। প্রথম কাব্যগ্রন্থ ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত ‘আমি ও আমার প্রেমিকারা’।

Leave a Reply