দিনটি শেষ হয় ঢাকের শেষ আঘাতে,
তবু শেষ হয় না তার সুর—
সে থেকে যায় মানুষের রক্তে,
শিরায় শিরায় নীরব উত্তেজনা হয়ে।
নদীর জলে ভাসে প্রতিমা,
কিন্তু ভেসে যায় না মাতৃস্নেহের দৃষ্টি,
যা থেকে যায় প্রতিটি চোখে
আশ্রয়ের মতো শান্ত হয়ে।
বিজয়া দশমী—
এ এক বিদায়ের উৎসব,
যেখানে বিদায়ের ভেতরেই
গড়ে ওঠে পুনর্মিলনের প্রতিশ্রুতি।
ভাইয়ের কপালে সিঁদুর,
মায়ের হাতে মিষ্টি,
বন্ধুর আলিঙ্গনে অশ্রু—
এসবই যেন প্রমাণ,
আমরা হেরে যাই না কখনও,
আমরা শুধু আবার শুরু করি।
এভাবেই বিজয়ার দিন
অন্তর থেকে শেখায়—
অসুরকে হারানো মানে নয় কেবল বাহ্যিক জয়,
বরং নিজের ভেতরের অন্ধকারে
আলো খুঁজে পাওয়া।
ছবি – অবন ঠাকুর
