দিনটি শেষ হয় ঢাকের শেষ আঘাতে,
তবু শেষ হয় না তার সুর—
সে থেকে যায় মানুষের রক্তে,
শিরায় শিরায় নীরব উত্তেজনা হয়ে।

নদীর জলে ভাসে প্রতিমা,
কিন্তু ভেসে যায় না মাতৃস্নেহের দৃষ্টি,
যা থেকে যায় প্রতিটি চোখে
আশ্রয়ের মতো শান্ত হয়ে।

বিজয়া দশমী—
এ এক বিদায়ের উৎসব,
যেখানে বিদায়ের ভেতরেই
গড়ে ওঠে পুনর্মিলনের প্রতিশ্রুতি।

ভাইয়ের কপালে সিঁদুর,
মায়ের হাতে মিষ্টি,
বন্ধুর আলিঙ্গনে অশ্রু—
এসবই যেন প্রমাণ,
আমরা হেরে যাই না কখনও,
আমরা শুধু আবার শুরু করি।

এভাবেই বিজয়ার দিন
অন্তর থেকে শেখায়—
অসুরকে হারানো মানে নয় কেবল বাহ্যিক জয়,
বরং নিজের ভেতরের অন্ধকারে
আলো খুঁজে পাওয়া।

ছবি – অবন ঠাকুর

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By ঋদ্ধি সাহা

জন্ম ১৭ই ফেব্রুয়ারি ২০০২, নৈহাটি শহরে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশুনা ও চর্চা। স্নাতক রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় থেকে। স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ, ভালোবাসা। মিশন স্কুলে থাকাকালীন বিজ্ঞান ছেড়ে কলেজে উঠে সাহিত্য নিয়ে পঠনপাঠন ও পাশাপাশি লেখালেখির শুরু। বেশ কিছু পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত। ভালোলাগা - ফুটবল, লেখালেখি, সিনেমা।

Leave a Reply