ছকভাঙা অনুভূতির কোরাস

কথা গলে পড়ছে নদীর কিনারে
না বলা শব্দের হিসাবে সন্ধ্যা নামে প্রিয় ডাইরির পাতায়

আবছা জানালার কোণে বসে বৃষ্টির নামতা গুনছে এক একটা দিন
আরো ছিন্নভিন্ন এই আকুলতা

 

নিবিড়তার আঙ্গিকে এই বেঁচে থাকার ক্ষেত্রফল হারিয়ে যাচ্ছে

আরো ক্ষীণ হয় রজঃস্বলা ফুলের মুকুল
কিছুটা শান্ত হাওয়ার মুদ্রা

 

যন্ত্রণা ক্রমশ বুকে বংশবিস্তার করছে
যার কোনো নিরাময় নেই

শিরা ফেটে যাওয়ার পর এখন শুধু নিঃশব্দে স্মৃতি ফুল টুকু পড়ে আছে

 

ক্ষয় যাচ্ছে প্রত্যেক সেকেন্ড
কাছে থাকা কথোপকথনের নির্যাস
শরীরে বয়ে চলেছে সাঙ্গু লেকের মতো

বাঁচিয়ে রাখার উদযাপন ক্ষীণ হয়ে আসছে

 

শিকড়ে লেগে থাকা প্রাণের সরগম
আরো কিছু বলতে চাইছে অথচ
লোহিত রক্তকণিকাতে আটকে আছে

কঠিন সময়ের কাছে মুড়ানো সকাল দায়ী থেকে যায়
শুধু কাছে যাওয়া হয়না এক আক্ষেপের সুরের কারণে
যা কিছু বাকি রয়ে গ্যালো তার হিসাব মনের খাঁচায় পড়ে থাকা …

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সায়ন্তনী  হোড় 

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। অবসর সময় কবিতার বই পড়ে, গান শুনে আর ফুলগাছের পরিচর্যা করে কাটে । মনভালো-খারাপের পরিস্থিতি তে হঠাৎ করেই লেখালেখির শুরু তারপরই অনিয়মিত চর্চা চালিয়ে যাওয়া। প্রকাশিত কবিতার বই " অপেক্ষার নাভিতলে " আর " জলসিঁড়ির পাঠপর্ব  "

Leave a Reply