ধান
আলোর মার্জিন টানা মাঠের খাতায়
সযত্নে লিখেছে চাষি
ধান
_ এই একটি শব্দ ।
শব্দটির মাথায় বড় হচ্ছে সবুজ শীষ
যার গায়ে শিশুগুলি দুধপানরত।
একদিন চারদিক সোনায় ভরবে বলে
চাষি এখন থেকেই স্বপ্নের কার্পেট বুনছে
অর্ধাঙ্গিনীর চুড়ি না থাকা হাতের দিকে তাকিয়ে।
ধান
_ এই একটু শব্দের
গড়ে ওঠার পিছনে দুরু দুরু ভয়
কী হয়, কী হয় ভাব ,একাকার হয়ে থাকে।
ধান
_ এই শব্দের রহস্যের খোঁজে চাষি প্রেমে ভরে দেয় মাঠের প্রশস্ত বুক।
ভারতের বুক জুড়ে
সন্ধ্যের মতো একেবারে কুঁকড়ে বসে আছে,
লজ্জাবতী গাছের মতো যেন আস্ত একটা বিন্দু
একদিকে রামায়ণ কোরানের পবিত্র কাহিনী
অপরদিকে, দু’চোখ ভর্তি বিষাদসিন্ধু
একাকী মায়ের ফ্যাকাশে শরীর ,মুখ
মেয়ে না বোন! নাকি শুধুই নারী!
মা,মা বলে ডেকে শুধু দেখি
কাঁপা হাতে ঢেকে ফেলেছে মুখ, মাথায় সুতির শাড়ি
দু’হাত সরিয়ে দেখাবে না তুমি মুখ!
ঈষৎ কেঁপে ওঠে বুক,চোখ কেমন বাঁকা
দুহাত বুকের কাছে তুলে এনে নমস্কার
তৃষ্ণার মতো, অশ্রুর মতো, ভারতবর্ষ দেখা।
ছবি – দেবজয় মিশ্র
দেবজয় মিশ্র
https://www.artmajeur.com/myloging/en/artworks/3995782/bharat-mata-with-her-best-feeling