সঞ্জীব ব্যানার্জীর কবিতা


ধুনোর গন্ধ আসে

উঠোন ঘরময় ফুটে ওঠে
লক্ষ্মীর পা

তুমি,
থেকে যেও অচলা,
যার স্পর্শ ধুনচি পেয়েছে

 


চাষা

তিনি জানেন

ফসলের সময় মাথা নত করতে হয়

 


বিশাল বটবৃক্ষও জানে —

যত বেশি আঁকড়ে ধরবে মাটির দৈন্যতা

ততদিন টিকে থাকা যাবে

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সঞ্জীব ব্যানার্জী

১৯৯২ সালের ৩রা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী থানার সানকিজাহান গ্রামে জন্মগ্রহণ করেন। অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও তিনি তার পড়াশোনা ও লেখা চালিয়ে গেছেন।বঙ্গবাসী কলেজ থেকে ইংরেজি ভাষায় স্নাতক হন। বর্তমানে তিনি একটি কলেজের করনিক। কবিতা লেখা ছাড়াও তিনি গান লিখতে, গাছ লাগাতে এবং পড়তে ভালোবাসেন।তিনি যে প্রকৃতি তাঁর মা-বাবা এবং প্রিয় মানুষের কতটা কাছের একজন সেটা তার প্রথম কবিতার বই 'নিঃসঙ্গ জলের দাগ' পড়লেই বোঝা যায়।

Leave a Reply