১
ধুনোর গন্ধ আসে
উঠোন ঘরময় ফুটে ওঠে
লক্ষ্মীর পা
তুমি,
থেকে যেও অচলা,
যার স্পর্শ ধুনচি পেয়েছে
২
চাষা
তিনি জানেন
ফসলের সময় মাথা নত করতে হয়
৩
বিশাল বটবৃক্ষও জানে —
যত বেশি আঁকড়ে ধরবে মাটির দৈন্যতা
ততদিন টিকে থাকা যাবে
১
ধুনোর গন্ধ আসে
উঠোন ঘরময় ফুটে ওঠে
লক্ষ্মীর পা
তুমি,
থেকে যেও অচলা,
যার স্পর্শ ধুনচি পেয়েছে
২
চাষা
তিনি জানেন
ফসলের সময় মাথা নত করতে হয়
৩
বিশাল বটবৃক্ষও জানে —
যত বেশি আঁকড়ে ধরবে মাটির দৈন্যতা
ততদিন টিকে থাকা যাবে
১৯৯২ সালের ৩রা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী থানার সানকিজাহান গ্রামে জন্মগ্রহণ করেন। অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও তিনি তার পড়াশোনা ও লেখা চালিয়ে গেছেন।বঙ্গবাসী কলেজ থেকে ইংরেজি ভাষায় স্নাতক হন। বর্তমানে তিনি একটি কলেজের করনিক। কবিতা লেখা ছাড়াও তিনি গান লিখতে, গাছ লাগাতে এবং পড়তে ভালোবাসেন।তিনি যে প্রকৃতি তাঁর মা-বাবা এবং প্রিয় মানুষের কতটা কাছের একজন সেটা তার প্রথম কবিতার বই 'নিঃসঙ্গ জলের দাগ' পড়লেই বোঝা যায়।