অরিত্র দ্বিবেদীর কবিতা

পথচারী

পথে পথে সাবধানী ক্ষত
পথে পথে সীমান্ত প্রহরা
আজ নাকি জেনে-বুঝে-শুনে
খেলা’ছল, বিলোচ্ছ মহড়া
কতদূর গেলে হাঁস হবে
কতদূর প্রদীপ্ত ইশারা
ধূর্জটি মহাকাশপানে
বসাবেন কি আরামকেদারা

এই বুঝি ভোর হল আজ
এই বুঝি অশান্ত নাগাড়া
রোদ সেঁকে ঘুমোতে গেছিল
চূড়ামণি, আমাদের পাড়া
মাঠে মাঠে অলিখিত মেঘ
দিকে দিকে ফুটন্ত ইশারা
কতদূর গেলে জল হবে
কতদূর নিভন্ত চেহারা?

 

ওরা

অন্ধকারে মানুষের মুখ কেমন জ্বল জ্বল করে
আমি দেখতে পাই, লুকোনো হাসি দেখতে পাই
প্রত্যেক অপচ্ছেদ্দা দেখতে পাই, “এখনও রাখেনি! জোটাও তুমি কোথা কোথা থেকে!”

অন্ধকারে মানুষের মুখ কেমন জ্বল জ্বল করে
ব্যাঁকা হেসে ওঠে, আমি দেখতে পাই…
ওরা জানে না, আমি এসব দেখতে পাই

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply