শুভ দত্তের গুচ্ছ কবিতা

দুপুরবেলা

দুপুর,লাজুক দুপুর!
ছাইমাখা ময়দানে নুয়ে থাকা ধুলোদের
খেলা বন্ধ হয় প্রেমালাপে ।
গা ঢাকা দেয় অরণ্য
দুপুর হাসে, আমিও হাসি।

তোমার যে প্রেম আসবে না বলেছিলে
সে ডুব দিয়েছে লাজুক দুপুরে।
তোমার যে চুল উড়বে না বলেছিলে
সে ঢেউ দিয়েছে উষ্ণ বাতাসে।
দুপুর ভাবে , আমিও ভাবি।

যে বৃষ্টি নামবে বলেছিল
সে লাজুক দুপুরে কুড়িয়েছে লজ্জা।
চোখে চোখ রেখে ফের হাসে দুপুরবেলা,
ফের হাসি আমি।

 

রাত্রি

ঘুম না আসা রাত্রে
সিগারেট যায় ফুরিয়ে–
অনিদ্রায় যায় কেটে বহুযুগ,
বহুরাত কাটে বিষন্নতায়!
কত রাত্রি হল ভোর
কত ঘুম নির্ঘুম
তুমি এলে না
ঘুম এল না
এ রাত্রি শুধু বিষণ্ণতা আনে,
মৃত্যু আনে না।

 

চিঠি

শিউলি ফুল
কিছু মেঘ
খোলা চুল
ছিন্ন কাগজ
আর ওই অবহেলিত কলমখানি।
ব্যাস !
পৌঁছে যাবে চিঠি
তালা পড়া ঘরে।
সন্ধ্যেরা জোৎস্না হবে
পাখিদের চোখ বন্ধ হবে
তুমি এসে পড়ে নিও
আমার কবিতাখানি।

 

হিসেব

বেড়েছে হিসেব ক্ষতির
লাভেরা খুশি বেজায়,
স্বপ্নেরা ক্ষুধার্ত কঙ্কালে
শান্তি খুঁজে পায়।

পিঞ্জর পাখি পঙ্গু খুব
মলাটখানা ছেঁড়া,
উলঙ্গ হাসি আবোল তাবোল
চোরাবালির পাড়া।

স্বপ্নেরা মৃত্যু গড়ুক
ক্ষতির হিসেব নিয়ে,
যোদ্ধারা করুক যুদ্ধ
অস্ত্র বেচে দিয়ে।

 

অঙ্ক

দাঁড়াও !
বাক্যগুলোর বিচ্ছেদ ঘটুক
শব্দগুলো জল ফেলুক চোখের
হাড়গিলেটা ভবঘুরে হোক ;
দীর্ঘশ্বাস থমকে যাক
প্রেমহীনতা বদ্ধ হোক
চেনা শ্বাস হোক ছোঁয়াচে।
হাহুতাশ বড্ড ক্ষতির হিসেব করে
দাঁড়াও !
ক্ষতির মৃত্যু হোক।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By শুভ দত্ত

গবেষক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

Leave a Reply