গুরু আলাপন
শিক্ষা হলো অগ্রগতি নতুন এক দীক্ষা
গুরু ছাড়া হয় না এই অগ্নিপরীক্ষা
শিষ্যের পেছনে গুরুর থাকে বিরাট অবদান
এই ঋণের কোনদিনও হয় না অবসান
পিতামাতার পরেই আসে গুরুর ছত্রছায়া
পিতৃ-মাতৃ তুল্য সমান গুরুর এই মায়া
আঁধার থেকে আলোর দিকে নিয়ে যায় গুরু
বড় হয়ে মানুষ হবার পথ চলা হয় শুরু
ভালো পথে চালনা করা গুরুর প্রধান ধর্ম
সেই পথে হাঁটাই হলো শিষ্যের প্রধান কর্ম
বড় হয়ে মানুষ হলে গুরু সফল হয়
উচ্চ রবে সবাই বলো সকল গুরু জয়।।

[…] viagra 25 mg rezeptfrei kaufen […]