অন্তিম বোসের কবিতা

যাকে চেয়েছিলাম তাকে

যাকে চেয়েছিলাম তাকে পেলাম না
যে-ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না
কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি
চোখ বুজলে প্রিয় কেবল তোমায় দেখি

ফুলগাছে জল দিলাম তাতে ধরেছে ফল
যে-ঘরে পৌঁছুলাম দেখি ভাঙা আগল
অমূল্য রাখবো না বলেই গেলাম না
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না।

সারা জীবন সন্ধে-সকাল করে ফাঁকি
কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি
প্রিয়কে পথ দিয়েও বুঝি দিলাম না
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না।

নভেম্বর, ২০২২

 

কোনোদিন’ই পাবে না আমাকে-

ঘাসফুলের মাংস ঝরে আছে ঘাসে
‘সে যেন এখন’ই না এসে যায়’
হিমের নরম কাঠ ভাঙে কাস্তে দিয়ে
ডিজেলের পোড়া গন্ধ হাতুড়ির গায়ে

কাছাকাছি, রাতারাতি
নিজের মনেরই কাছে নিত্য আছি বসে
দেওয়ালে দেওয়ালে, ঝোলানো
পরশু হাটে কেনা হেরিকেনের আলো

হাওয়া বইছে আদিকালের, নিভন্ত হেরিকেন
অস্তিত্ব সজাগ করে, ঘাসফুল হিমে ভেজে
বারান্দার কোণ সদা বলতে থাকে-
কোনোদিন পাবে না আমাকে,কোনোদিন’ই না।

নভেম্বর ৮,২০২৪

 

তাকের বইগুলো দাও

পুজ-পুঞ্জ মেঘ ঘিরে এসেছে, কার্নিশে ছড়ানো লাল ফুলগুলো
এইবার তোলো,নইলে ভিজে যাবে অসময়ের খরচায়
ফুলের টব-গুলোকে দাও ছাদ থেকে নামিয়ে, সিঁড়ির কাছে
নয়তো ওগুলোকে’ও তুলে নিয়ে যাবে।

কখন ছাদে গিয়ে বসে বসে গুনগুন বাঁধবে,নিশির শিশির নামবে
ফোয়ারা দিয়ে।
পুঞ্জ-পুঞ্জ মেঘ এবার কেটে যাবে, লাল ফুলগুলো আবার ছড়িয়ে দাউ
তোমার বইঘরের কার্নিশের ওপর।

নভেম্বর ৮, ২০২৪

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By অন্তিম বোস

পড়াশোনা শুরু হয় পাড়ার স্কুলে,তারপর দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বাংলায় অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। তখন থেকেই লেখালেখি শুরু। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন। ছবি তুলতে,বই পড়তে আর পড়াতে ভালোবাসেন।

Leave a Reply