বিষণ্ণতার বাইরে
আমাদের আর অন্ধকারে ছোঁবে না
বিষন্নতার বাইরে এসেছি আমরা
কুয়াশার ভার কেটে গেলে পৃথিবীর সব রঙ ছড়িয়ে পড়ে
আলোয় হাওয়ায়…
জোড়াতালি দেওয়া স্যাঁতস্যাঁতে ভাবনাগুলো
রোদের মুখ দেখে
পুরোনো বাড়ির বন্ধ জানালার ভাঁজে ভাঁজে
জমাট বাঁধানো শীত–কঠিন কালো
শীতের গায়ে রোদ পড়ে
মানুষে মানুষে দেখা হয়; কথা হয়
আলাপচারিতায় ভরে ওঠে মন–
বিরামহীন গল্প চলে বিষন্নতার হাওয়া ঠেলে ঠেলে।
মনের ভিতর এক
মনের ভিতর এক গহীন অরণ্য
গভীর তবু শূন্য নয়, নীরব থেকে শুনি–
হিংস্র পশু আর বুনো পাখির
চিৎকার।
আলোচনা, আলোচনা ছাপিয়ে সমালোচনা
রাত্রি কাঁদানো অন্ধকারের মতো
বড় দুর্বিষহ।
এবড়োখেবড়ো পথ–
দূরে দূরে ছড়ানো কাঁটার মতো জড়ো হওয়া
ভুল
আলগা পায়ে রক্ত ঝরায়।
গাছে গাছে শান্তি নেই শীতলতা নেই ছায়ায়;
শুকনো পাতার কান্না শুনি…
মনের ভিতর এক গহীন অরণ্য,
আমি নীরব থেকে শুনি; শুনতে পাই।
ছবি – René Magritte