বছরশুরুর কবিতা
আরো একটা নতুন বছর
আরো কিছু নতুন আশা।
আরো নতুন প্রত্যাশা, চাহিদা, ইচ্ছারা
ডানা মেলে উড়তে চাইবে,
অজানা এক গন্তব্যে
তীব্র বেগে।
কিছু মুখ হবে পরিচিত
কিছু হবে ফিকে।
তবুও থেমে থাকবে না কিছুই,
পাল্টাবে দিন, সময়
প্রত্যেকদিন নতুন গল্প সাজিয়ে আসবে ওরা।
রয়ে যাবে কিছু
কিছু ভেসে যাবে স্রোতের বুকে।
সময় এগিয়ে যাবে
উৎসব, আনন্দ, বিরহ, প্রেম, স্বপ্ন
স্রোতের মতন
কত উথাল পাথাল করবে?
হয়তো পূরণ হবে…
হয়তো আবার মিলিয়েও যাবে।
কত কুঁড়ি ফুটবে নতুন
কত ঝরবে
প্রকৃতির নিয়মে…
কেউ খোঁজ রাখবে কি সেসবের?
কত পথ হবে চেনা
পতঙ্গদের স্পর্শে, ফুলের গন্ধে, আলোর উষ্ণতায়
কত পথ হবে মলিন, অচেনা…
নিজ নিয়মে।
সময়ের বেড়াজাল টপকে
বছর ঘুরবে,
আবারও এক ডিসেম্বর আসবে
অন্য বাস্তবতাকে নিয়ে।
আবারও কুরি জন্মাবে এ শহরে
নতুন কোনো প্রত্যাশা নিয়ে…
আবারও একটা নতুন বছর
এক নতুন…তুমি কে নিয়ে ?
ছবি – লেখক