অর্ঘ্যকমল পাত্রের কবিতা

ক্রিকেটপ্রেম

স্পিন তো থমকে আসা
যুবতীর রোঁয়া ওঠা মুগ্ধতা যেন—
পিচ ছুঁয়ে মনে পড়ে
আরও কিছু পথ, ঘুরে এলে হয়…

আরও কিছু রুমাল হারালে
তবে জমে যাবে খেলা

 

উদ্বীগ্ন নবীন কিশোর দেখেছে কীভাবে
বড় বড় খেলোয়াড় ক্রিজের বাইরে থেকে
রুখে দেয় উদ্ধত সুইং

আনচান কৈশোরে সে
প্রতি রবি হেঁটে ফিরে আসে
চেনা বাড়ি চেনা মায়া, অথচ পাড়ার মোড়ে
চুপচাপ দাঁড়িয়েই থাকে!

ঝুঁকে পড়া বাবা, ভঙ্গুর মা আর
বিষণ্ণ বোন তার
উজ্জ্বল তরুণের এগুলি বাইশ গজ।

বলকে পুরোনো আর পিচকে সহ্যশীল
এই তার সামান্য চাওয়া, সুতরাং সেইমতো
অফস্টাম্পের বাইরে যাকিছু

ক্রমাগত ছেড়ে দেয় হেসে…

 

ছবি – রবীন্দ্রনাথ ঠাকুর

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By অর্ঘ্যকমল পাত্র

জন্ম ২০০২। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। হুগলি জেলার জল হাওয়ায় জন্ম ও বেড়ে ওঠা। কবিতা, খেলাধুলা, রাজনীতি, ঘুম আড্ডা ও তর্ক, এর বাইরে বিশেষ কোনো চাহিদা নেই। নেশাও। প্রকাশিত দুটি কাব্যপুস্তিকা—'এখনই আত্মহত্যার সঠিক সময় নয়' (২০২১) এবং 'যদি জানো, বলো' (২০২৩)

Leave a Reply