নজরদানি
কতদূরে চলে গেছি আমরা বোঝাতে
এই মিলনের আয়োজন।
কতটা দূরত্ব পেড়ে সময় গিয়াছে
আমাদের মাঝখানে ছিঁড়ে!
ছোট ছোট বিরহের সমষ্টি গুলোই
বিচ্ছেদ ঘটাতে বাঁধা দ্যায়।
ভালোবাসা বাকি থেকে গেল কি এখনও
কিছু এই পৃথিবীর প্রতি?
মা-বাবার প্রতি, ভাইদের প্রতিও কিছুটা…
আমাকে বিশ্বাস করে যে নারী সংসার
সাজাতে পারেনি ভালো করে…
ভালোবাসা বাকি
সন্তানের প্রতিও প্রতিটা।
ফুলগাছ গুলির প্রতিও…
অরণ্য, পাহাড়, নদী এবং
আমাকে রসালো করে তোলে যে শাকালু এই শীতে
তাদের প্রতিও ভালোবাসা বাকি, ফলে
ছুটি আমি প্রেমিকার দিকে।
যখন কবিতা ডাকে ছুঁতে যাই ভরাট আয়না
প্রতিবিম্ব অপলক গুলে আছে উহার ভেতরে।