সুকৃতি সিকদারের কবিতা

নজরদানি

কতদূরে চলে গেছি আমরা বোঝাতে
এই মিলনের আয়োজন।
কতটা দূরত্ব পেড়ে সময় গিয়াছে
আমাদের মাঝখানে ছিঁড়ে!

ছোট ছোট বিরহের সমষ্টি গুলোই
বিচ্ছেদ ঘটাতে বাঁধা দ্যায়।

ভালোবাসা বাকি থেকে গেল কি এখনও
কিছু এই পৃথিবীর প্রতি?
মা-বাবার প্রতি, ভাইদের প্রতিও কিছুটা…
আমাকে বিশ্বাস করে যে নারী সংসার
সাজাতে পারেনি ভালো করে…
ভালোবাসা বাকি
সন্তানের প্রতিও প্রতিটা।

ফুলগাছ গুলির প্রতিও…
অরণ্য, পাহাড়, নদী এবং
আমাকে রসালো করে তোলে যে শাকালু এই শীতে
তাদের প্রতিও ভালোবাসা বাকি, ফলে
ছুটি আমি প্রেমিকার দিকে।

যখন কবিতা ডাকে ছুঁতে যাই ভরাট আয়না
প্রতিবিম্ব অপলক গুলে আছে উহার ভেতরে।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সুকৃতি সিকদার

জন্ম ১৯৮০ র ২৬শে জানুয়ারি। কিন্তু বছরটা নিয়ে সন্দেহ হয় যখন অনুভব করি আমার সময়ের অন্যদের থেকে আমি বেশি বুঝি কিংবা কম। প্রকাশিত কাব্যগ্রন্থ ও পুস্তিকা — ১) দূরত্ব মানি না আমি(কবিতীর্থ;৪ ফর্মা,২০০৫) ২) অনুরিপার প্রেমিক(প্রকাশক-সৌনাভ বসু; ১ ফর্মা,২০০৭) ৩) ভবঘুরে তৃণভোজী (মন্থন;১ ফর্মা,২০১০) ৪) মহাকাশে এসে লেখা (কবিতা আশ্রম;৪ ফর্মা,২০২২)

Leave a Reply