১
গ্রামে কিংবা শহরে
নদীর মৃত্যু উৎসবে,
এসো খুন– মুখোমুখি বসি আগুনে।
২
দুটি ছায়া
দুই জানালায় দাঁড়িয়েছি
বৈধ সম্পর্কের বাইরে
৩
সে অনেক কথা
তখনও তোমরা গুহার উলঙ্গ শিশু
আমার গাঢ় সবুজ রং ধরেছে
৪
আমাদের মধ্যে আর দূরত্ব নেই এক ইঞ্চির
ভ্রূণের নিবিড় উৎ-শবে
রক্ত ও কোষের ষড়যন্ত্রে টিকে থাকে সভ্যতা
গলির সাম্রাজ্যে চলতে থাকে ভৌগোলিক গঠনকার্য
৫
গলিতে সন্ধ্যা নামে
সুজাতা,
সেদিনের সম্পর্ক ছেদের মতো কঠিন
জখম, আরক্ত মুখে
নিখুঁত নৈরাজ্যের অভিষেক মৃত পাখিটির ডানায়
বিচ্ছিন্ন ছত্রাকের মত নেমে আসে এই সূর্যাস্ত
৬
আমার নীল সমুদ্রের মৃত্যু হলে
মায়া সভ্যতার ধ্বংসস্তুপ থেকে আঁশটে গন্ধ
বেড়ালের মত খুঁজে বেড়াই
৭
ঝিনুকের খোলসগুলো পা বাড়ানোর কথা বলেছিল
নারী,
তোমার মন ছুঁয়ে
হৃদয়ের দূর্লক্ষ্য প্রদেশে তাই সতত পা বাড়ানো
ছবি – মকবুল ফিদা হুসেন