ভেসে আসা কবিতা
পুকুরপাড় জুড়ে নেমে আসে অন্ধকার
আকাশ জুড়ে মেঘেদের ছোটাছুটি
কিভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে।
পুকুরপাড়ের লেবু গাছটি আমার দিকে তাকিয়ে থাকে,
আমি প্রকৃতির মাঝে থাকতে চাই
সন্ধ্যার মৃদু বাতাসে ভেসে আসে লেবু পাতার গন্ধ,
লজ্জাবতীর পাতারা নুইয়ে পড়ে
আমি প্রকৃতির মাঝে কুড়োতে থাকি অজস্র ভেসে আসা কবিতা।
ছবি – লেখক