শিঞ্জিত সিনহার কবিতা

শপথ

হিংস্র মানুষ খুব অসুখী।
হিংসা এক দুরারোগ্য অসুখ।
ভালোবাসতে তাদের ভয় হয়,
কেউ ভালোবাসলেও মনে হয়- মিথ্যে।
যা ভালোবাসা দিয়ে মেটানো যেত
তারা তা পারেনি। তারা তা পারেনা।
এমন একটা মানুষকে যদি
প্রেমের সুখ দিতে পারো
ভালোবাসায় ভরসা দিতে পারো
হৃদয় ভাঙলেও তারা আর হিংস্র হবেনা।
হে দেশ, প্রতিমুহূর্তে সাহস দিও
নিজের সাথে এই অসম লড়াইয়ে…
আমার জহ্লাদ যেন প্রেমিক হতে শেখে…

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By শিঞ্জিত সিনহা

পেশায় শিক্ষক। ছোট থেকে পত্র পত্রিকায় লেখালেখি, গান বাঁধা, গ্রাফিক ডিজাইনিং, বাচিক শিল্পের সাথে বড়ো হয়ে ওঠা।‌ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর (অটোনমাস) থেকে ইংরেজি সাহিত্যে, স্নাতকোত্তর শেষ করে বর্তমানে রামকৃষ্ণ মঠ বদরিকাশ্রম বিদ্যা শালা, মাদিহল্লি (কর্ণাটক) - এ কর্মরত।

Leave a Reply