শপথ
হিংস্র মানুষ খুব অসুখী।
হিংসা এক দুরারোগ্য অসুখ।
ভালোবাসতে তাদের ভয় হয়,
কেউ ভালোবাসলেও মনে হয়- মিথ্যে।
যা ভালোবাসা দিয়ে মেটানো যেত
তারা তা পারেনি। তারা তা পারেনা।
এমন একটা মানুষকে যদি
প্রেমের সুখ দিতে পারো
ভালোবাসায় ভরসা দিতে পারো
হৃদয় ভাঙলেও তারা আর হিংস্র হবেনা।
হে দেশ, প্রতিমুহূর্তে সাহস দিও
নিজের সাথে এই অসম লড়াইয়ে…
আমার জহ্লাদ যেন প্রেমিক হতে শেখে…