শায়েরী চক্রবর্তীর কবিতা

আগন্তুক

যেভাবে অনন্ত হয়
প্রিয়তম রোদজন্ম মাস
ছুঁয়ে থাকা ঈশ্বরী মেঘ..

তুমি তার নিহিত গোচর
এ প্রহর ধুলোর শিশুর
যে প্রহরে শাঁখ বাজে মরা আশ্বিনে

তুমি চেয়ে থাকো
নিভু আলোয় খুঁজে নাও নিথর যাপন

বিষাদ বাগানে বাজে লোককথা, গান…
কখনও সোনালী আলো
কখনও জোৎস্না ভরা
অন্ধ তামসী….
তুমি কি আগন্তুক?
বয়ে আনো অসহ কামনা, দুর্লভ প্রেম?

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By শায়েরী চক্রবর্তী

জন্ম মেদিনীপুর শহরে ১০ অক্টোবর ২০০০ সালে। বর্তমানে ইংরেজী সাহিত্য নিয়ে মেদিনীপুর কলেজে (এম.এ) পাঠরতা। শৈশব থেকেই কবিতার সঙ্গে সম্পর্ক। প্রথম কবিতা প্রকাশিত হয় "নয়ন" পত্রিকায় ২০০৭ সালে। প্রকাশিত বই "ধোঁয়াটে দিনলিপির উপকথা" ২০২২, (হাওয়াকল প্রকাশনা)।

Leave a Reply