আগন্তুক
যেভাবে অনন্ত হয়
প্রিয়তম রোদজন্ম মাস
ছুঁয়ে থাকা ঈশ্বরী মেঘ..
তুমি তার নিহিত গোচর
এ প্রহর ধুলোর শিশুর
যে প্রহরে শাঁখ বাজে মরা আশ্বিনে
তুমি চেয়ে থাকো
নিভু আলোয় খুঁজে নাও নিথর যাপন
বিষাদ বাগানে বাজে লোককথা, গান…
কখনও সোনালী আলো
কখনও জোৎস্না ভরা
অন্ধ তামসী….
তুমি কি আগন্তুক?
বয়ে আনো অসহ কামনা, দুর্লভ প্রেম?