নীতির কবিতা

Bolmeek | নীতির কবিতা

পর্ব

 

তোমাকে কী ক’রে বোঝাই
সেই আমি আর নেই!

ছাই
রঙ
জল
ছবি

থিতিয়ে গেছে খুব

আগের মতো মাটির দলা ভেবে,
আমার ছুঁতে না পারা—
ছোবল সমান

বুঝি!
শুধু বোঝার কোনো লাভ হয়না।

রোজের আসা
অনবরত প্রস্থান
উল্টেপাল্টে দেখা
অক্ষরে অক্ষরে

সবেতে এখন একটিই মুখ—
গেরস্থ বাড়ির সন্ধা-ধূপের মতো জ্বলছে…

 

পেইন্টিং: মুক্তা চক্রবর্তী
Source: নাগরিক সংবাদ

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply