এমন যদি হতো
আহা এমন যদি হোতো তবে
কেমন হোতো বলোতো
ইচ্ছে মতন ডানা জুড়ে
হেথায় হোথায় উড়ে বেড়াবো
তেপান্তরের মাঠ পেরিয়ে
পৌঁছে যাবো অচিনপুরে
মন চাইলেই উড়ে যাবো
সাগরের কিনারে।
ক্লান্ত হয়ে বটের ডালে
আপন মনে থাকবো বসে।
কথা শুনবো ব্যঙ্গমা ব্যঙ্গমীর
জ্যোৎস্না রাতে চাঁদের রূপ
চেয়ে চেয়ে দেখবো
নদীর বহমান স্রোত এ ইচ্ছে মতন
নিজে ভাসবো
আহা কি আনন্দে দিন কাটতো
কত আনন্দ খুঁজে পাবো
পাহাড় জঙ্গল সব ঘুরবো
পাখিদের ভাষা শিখবো
বৃষ্টির জলে তৃষ্ণা মেটাবো
প্রজাপতি কে সঙ্গে নিয়ে
দিক হতে দিগন্তরে
যেথায় খুশি পৌঁছে যাবো
বাসা কোথায় বাঁধবো না গো
পরিযায়ী নাম যে পাবো
উড়ে উড়ে দিন কাটাবো
বাঁধন ছাড়া আনন্দে তাই
শিকল ভেঙে উড়ে যাবো।
আহা এমন যদি হোতো তবে
কেমন মজা বলোতো।
কলম, তোমাকে
আহা, কলম অমন করে চেয়ে থেকো না
জানি তোমার ও যে কষ্ট হয়
তা কেউ কখনো বোঝে না।
যুগ যুগ ধরে তোমার সাহায্যে
লিখে চলে মানুষ।
ইচ্ছে গুলোর দেয়নি তো মর্যাদা।
তোমার ও আছে কিছু ছোট্ট চাওয়া,
ছোট্ট শিশুর কোমল হাতের পরশ পাওয়া
সে লিখবে নতুন কোনো শব্দ
ছবি এঁকে নিজেই হবে খুশি তে উন্মত্ত।
তুমি চেয়েছো তোমায় দিয়ে লেখা হবে
শুধু আনন্দের মুহূর্ত।
তুমি চেয়েছো কবির হাতের ছোঁয়ায় লেখা
এমন কিছু কথা
যা রয়ে যাবে
মনের মনি কোঠায়।
কবি লিখে যাবেন
প্রকৃতির সাথে পুরুষের
মেলবন্ধন
প্রকৃতির রূপ বর্ণনা
ছোট্ট ফুলের ওপর প্রজাপতির নৃত্য।
গাছেদের মনের কথা।
প্রেমিকের হাতে থাকবে যখন তুমি
সে লিখবে নিষ্ঠুর পৃথিবীতে ভালোবাসা
আজও নিঃশেষ হয়ে যায়নি।
কিন্তু ভাগ্যের পরিহাস
তোমার দিয়ে লিখে যায় নির্দোষ আসামীর
ফাঁসির কথা l
শুধু কী তাই
কেরানির হাতে পড়ে সারাদিনে শুধু
হিসেব এর অঙ্ক কষা।
আমরা সবাই
যাঁতাকলে পড়ে
নিজের ইচ্ছের বিরুদ্ধে ঘুরে যাই।
এই পৃথিবীতে নিজের ছাড়া
কেউ কাউরির কষ্ট বোঝে না।
তুমিও ছাড় পাও নি এই নিষ্ঠুর দুনিয়া তে।
মুক্তিযুদ্ধ
মুক্তি সবাই চাই
ঘরের রাখা বাহারি গাছ টা
কখন যেনো জানালার বাইরে
ডাল পাতা সহ বাইরে উঁকি দেয়
আহা কি আনন্দ।
খাঁচা য় রাখা ছোট্ট মুনিয়া পাখি
করুন চোখে তাকিয়ে থাকে
বাইরে থাকা বট গাছ টার দিকে।
উড়ে যেতে মন চায়।
যদি খাঁচা খুলে দাও ভাই
আহা কি আনন্দ।
শেকল বাঁধা যে সারমেয় টি তার ও
মন চায় কি ভাবে মুক্তি পাবে
শেকল টা খুলে দেবে
আর ছুট্টে চলে যাবে অনেক অনেক দূরে।
কেউ যেনো তাকে ধরতে না পারে।
চিড়িয়াখানা তে থাকা সিংহ টাও
গর্জন করে বলতে চায়
আমায় এখানে রেখো না
আমি মুক্তি ই ই চাই।
মুক্ত বন্ধনে আবদ্ধ থেকে
মুক্তির স্বাদ পেতে চাই।