গান
হৃদয়ের গান শুনিয়ে যাবো
জানি আমি তোমায় পাবো।
প্রেমের স্পর্শ মেলাবে মোদের
উত্তাপ নব মোরা, ভালোবাসা রোদের।
শ্বাসে বইবে আনন্দের ঝর
বাঁধব দাম্পত্যের বাসর ঘর।
জীবনের গান বাঁচাবে আগামীতে,
সংসার গড়ব স্ত্রী আর স্বামীতে।
নব প্রজন্মের মধ্যে প্রাণের চিন্হ রাখব,
আজীবন একসঙ্গে থাকব।
প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে পরিবার,
জন্মে জন্মে ফিরে ফিরে আসে বার বার।
চা
চা পান করি যখন তখন আমি
চায়ের কাপে খাই চুমু-হামি।
উষ্ণ পরশ পেয়ে আমেজিত মন
চা যে বড়ই আপন জন।
ঘুম চোখ খুলেই তো চা চাই
আবার চা খেয়েই ঘুমোতে যাই।
চায়ের কোনও তুলনা নাই
চায়ের উপমা শুধু চা-ই তাই।
সারা বিশ্বে চা থাকে মুখে মুখে ,
জীবন ধন্য হয় এই চায়েরই সুখে।
চায়ের প্রেমে পরাণ মশগুল হয়ে থাকে
আজীবনই চা হাতছানি দিয়ে ডাকে।
সাগর
সাগরের টানে আমি নোনা জলে ভাসি,
জোয়ারের উচ্ছ্বাস বড় ভালবাসি।
পূর্ণিমা রাতে সৈকতে ঘুরি
শীতল হাওয়া গায়ে দেয় সুড়সুড়ি।
তুমি আমি পাশাপাশি,
অনুভবে তারাদের হাসাহাসি।
হাতে হাত ধরে রেখে চলি
হৃদ স্পন্দনে কত কথাই বলি।
ভিজে বালির পরশ,
অন্তরে জাগায় হরষ।
ঢেউয়ে ঢেউয়ে সাগর আহ্বান জানায়,
আদরের সলিল ছোঁয়া কানায় কানায়।