অলোক সরকারের কবিতা

bolmeek -alok-kobita

 

দুটি কবিতা

দড়ি ও দংশন

আর কিছুক্ষণ বেঁচে থাকতে পারলে
জানালা দিয়ে আলো প্রবেশ করবে ঘরে

গলায় দড়ি দেওয়ার পর এইসব মনে হয়,
আস্তে আস্তে শ্বাসনালী ভেঙে বসে সে-ও

জীবনকে যেসব অবহেলা করেছি আমি
জীবন ফিরিয়ে দিয়েছে তারও দ্বিগুন

অন্ধকারের সামান্য আলোও কী ভীষণ,
অপেক্ষা মোলায়েম হলে কি ক্ষতি তাতে!

দড়ি, আর কত বসবে? মৃত্যুর পর,
চোখদুটো খুলে রেখো সামান্য অজুহাতে

 

 

ব্যথার দেবী

তোকে আঁকতে গিয়ে
কেবল তোর ব্যথাই এঁকেছি, মেয়ে

কোন মুখে দাঁড়াই বল
যাবতীয় ছলনা, কৌশল

ফিরে যাওয়ার পথে চেয়ে দেখি
ভেজা পায়ের দাগ,
দাগের ভেতর অজস্র অভিমান

বহুদিন পর ঘুম ভেঙে গেলে
মাঝরাতে আচমকা মনে পড়বে

কুয়াশার ভেতর—

তোমার প্রতিমা আঁকতে গিয়ে
ভুলে গিয়েছিলাম তোমার প্রাণ

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply