সুরজিৎ বেরার কবিতা

আমাকেও যেতে হবে একদিন — ১

ওই পথ ধরে গেছে অনেকেই

আলের গা ধরে ফুটে রয়েছে জুঁ ঘাসের ফুল।
বাতাসের সংক্রমণে তাদের মাথা নাড়া, ডাক দেয়—
সাতভায়া, ফিঙে, টুনটুনির দলকে।

আহা! পাখিদের গান

পাখিদের গানে নত কৃষকের শস্য
পাখিদের গানে তালপাতার হাওয়া
পাখিদের গানে যেন সাপেদের উল্লাস

হায় পাখিজন্ম

করুণার আলোতে নিজেকে ছায়া বলে মনে হয়

 

ছবি-Reajum Munir Shaibal

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সুরজিৎ বেরা

জন্ম ১৯৯৭, পাথরপ্রতিমায়। প্রথম কবিতার বই 'কালো মেঘের পাড়া'। ভালোবাসেন ভালোবাসতে, ঘৃণাকে করেন ঘৃণা।

Leave a Reply