ইসাবেলা
ইসাবেলা… ইসাবেলা… ইসাবেলা
তোমার চুলের থেকেও ঘন কুয়াশা আমায় জড়িয়ে ধরলে ভুলে যাই পাহাড়ি ঝর্নার কথা।–
মেঠো আলপথ ধরে হেঁটে যাওয়া বিকেলগুলি কুয়াশার গল্পে পথ হারায়, পথ হারাই আমি …
ইসাবেলা, তোমার যাবতীয় সংলাপ
আঙুলে-আঙুলে সংকেত পাঠায় চন্দ্রোদয় থেকে চন্দ্রাস্ত অবধি…