বিয়ে
বিয়ে বিয়ে
হায় রে! বিয়ে
বিয়ে বাড়ায় সংসার
বাড়ায় সংসারের মোহধর্ম
সংসারে রহে মায়া
মায়াবী জগৎ মায়াবী সংসার
বিয়ের মোহে ভুলিনো
পাইলো সংসার
পাইলো সুখ সংসার
দুঃখ বলে র ইলো না
কিছু শুধু র ইলো
চার হাতের মায়াবী সংসার
মনকে করে মোহাচ্ছন্ন
বিয়ের ফুলে ফুটলো
কুসুম আনন্দে ভরে
উঠলো জগৎ সংসার
মোহাচ্ছন্ন মানুষ
বিয়ের ফুলের কুসুম
লয়ে স্বস্তি পেলো
নিঃশ্বাসে প্রশ্বাসে
আনন্দ নিকেতন।