ষষ্ঠী ব্যানার্জীর কবিতা

প্রতীকী ছবি

বিয়ে

বিয়ে বিয়ে
হায় রে! বিয়ে
বিয়ে বাড়ায় সংসার
বাড়ায় সংসারের মোহধর্ম
সংসারে রহে মায়া
মায়াবী জগৎ মায়াবী সংসার
বিয়ের মোহে ভুলিনো
পাইলো সংসার
পাইলো সুখ সংসার
দুঃখ বলে র ইলো না
কিছু শুধু র ইলো
চার হাতের মায়াবী সংসার
মনকে করে মোহাচ্ছন্ন
বিয়ের ফুলে ফুটলো
কুসুম আনন্দে ভরে
উঠলো জগৎ সংসার
মোহাচ্ছন্ন মানুষ
বিয়ের ফুলের কুসুম
লয়ে স্বস্তি পেলো
নিঃশ্বাসে প্রশ্বাসে
আনন্দ নিকেতন।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By ষষ্ঠী ব্যানার্জী

জন্ম ১৯৫৩ সালে। বীরভূম জেলার রামপুরহাট মহকুমা অন্তর্গত বালসা গ্ৰাম। পিতা ৺সুধীর কুমার ব্যানার্জী, মাতা ৺ইলা রানী ব্যানার্জী, আনন্দমেলা, আনন্দমেলা সাহিত্য পত্রিকা, চট্টগ্রাম সাহিত্য কুটির, বাংলাদেশ , এবং পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও আরো অনেক পত্রিকা থেকে সম্মাননা পেয়েছি। কবিতা লেখা আমার মনের আনন্দ। বর্তমানে অবসর জীবন। 

Leave a Reply