রামধনু উৎসব
১
শহর জুড়ে রামধনু রঙ
তাই নিয়ে হট্টগোল।
সাদাকালো এ জীবন সকলের ভুলে ভরা,
তবু সময় মতো ভুলগুলো শুধরে নিলে
রঙিন জীবন।
জীবনের রঙ মেলাতে না পেরে
যারা রামধনুর রঙ মেখে নিয়েছে নীরবে
তাদের কাছে যাও..
দেখবে ঐ আকাশে তোমার বাড়ি
প্রজাপতি উড়ছে বাগান জুড়ে
তোমার কাছেই, খুব কাছে প্রিয়জন।
বহুকাল অন্ধকারে বসিয়ে রেখেছো
তবু সূর্যের আলো এসে পড়ে
সাথে সাতরঙ..
দুচোখ জুড়ে স্বপ্ন
তাই নিয়ে আগামী জীবন।
সামান্য দিয়েছো। আরও দেবে।
চুপ ছিলাম,
আরও অনেকগুলো দিন চুপ থাকবো। বোবা নই।
কথা দিলাম
স্বপ্ন দেখবো,
একদিন তোমাদের মনের সব অন্ধকার মুছে দেবো।
রামধনু রঙ ছড়িয়ে দেবো,
ভুলগুলো ধরিয়ে দেবো।
সেইদিন উৎসব হবে। বোবা মেয়ে গান গাইবে।
২
ছুঁয়ে ছুঁয়ে যাই রামধনু রঙ
যেভাবে অন্ধ শিশু
মায়ের মুখ ছুঁয়ে
খুঁজে পায় আলো
সেইভাবে ছুঁয়ে ছুঁয়ে যাই।
দুঃখ-কষ্ট, মান- অভিমান, স্মৃতির পাহাড়
বয়ে এনে আজ দাঁড়িয়েছি
নির্ভার
চাপা পড়ে যাক সেসব রঙেদের ভিড়ে।
ভাঙাচোরা ঘরদোর, বিরহের ঘোর
নিজ হাতে সারিয়ে তুলি
আবার
ইট-বালি-পাথর খুঁজে পাই মানুষের ভিড়ে।
এইতো ফুরলো অন্ধকার
এইতো উৎসব
রামধনু রঙ পাঠায় ডাক
এসো, ছুঁয়ে যাও।
ছবি -ভূপেন খাখর