উদ্বেগ
বিষণ্ণ দিনগুলো ঝেড়ে ফেলি
উদ্বেগ পিছু ছাড়ে না
দিনগুলো ঘুরঘুর করে জীর্ণ লোকালয় জুড়ে
আজ মেলায় যাবার কথা ছিলো
তুমি উদ্বেগে অস্থির হয়ে ভেঙে ফেলেছো শাখা
মেলায় যাওয়া হলো না
উদ্বেগের বিতর্কে জড়িয়ে পড়ি
গঙ্গায় ভাঙন
মানব শূন্য নিস্তব্ধতা নদীর বুকের ভেতর
পাঁজরে দাঁড়ের শব্দ। বুঝতে পারি না
বৃষ্টি
বৃষ্টি হলে তোমার কথা মনে পড়ে
তুমি বৃষ্টি হয়ে দাঁড়িয়ে থাকো উঠোন বরাবর
আমার দৃষ্টি ঝাপসা হয় না
প্রবল বৃষ্টিতে দেখি তোমার জলছবি
তোমার ভেজা ছবি আঁকতে গিয়ে
আমি তোমার চোখ লিখি
তুমি এলে বৃষ্টি নামে
কথার আলপনায় ডুবে যায় রাতের হেঁসেল
মানুষ
নস্টালজিক মন ঘুমিয়ে থাকে অনিচ্ছের বসতে
বাইরে পাহারাদার লেড়ি কুকুর
পালাবার যো নেই
ইচ্ছের নদী আমার বুকে
স্রোত নেই
দুকূল ছাপিয়ে ওঠে শূন্যতায়
আগুন যজ্ঞে পোড়ে মন
পাখি জন্ম বিফল
ইতিহাসের পথ ধরে ফিরে আসে পরিচিত সত্তা
রাজা আসে রাজা যায়
প্রাসাদে থেকে যায় শিরদাঁড়াহীন বিদূষ