প্রতীকী ছবি

সহজপাঠ

আমি যেখানে থাকি
সেখানে অপেক্ষা থাকে
ডেকে নেয় জোয়ারের দিকে
কোন জলে ভেসে যাওয়া ভালো
কোন তীরে ম্রিয়মান মুখ…
আমি জানিনা

অপেক্ষা জানে
দুঃখী হওয়াই প্রিয় সুখ

 

স্বরচিত কবিতা

তোমার জন্য হাতে বয়ে যেত
রাতের নদী
সমুদ্র ফেরাত স্রোত
নোনতা ছায়া আগুন জ্বালাতো

আজ এক আবৃত্তি সন্ধ্যা
গোধুলি রঙের জোনাকি শরীর
থেমে গেছে বাঁশিতে
স্বরচিত কবিতার মত
সে শ্রান্ত,একা…

 

ঘর

আমি এমন একটা ঘর চাই বুকের ভেতর
যেখানে সন্ধে নামলে কোলাহলে
ভোর মোছে না নিঃস্তব্ধতায়

আমি এমন একটা ঘর চাই বুকের ভেতর
যেখানে তছনছ মন্থর হয়ে ফিরে এলে,
টুকরোগুলো গুছোয় চৈত্ররাত

আমি এমন একটা ঘর চাই বুকের ভেতর
যেখানে পরিচিত কোণের স্পষ্টত কিনারায়
নিরুদ্দেশেই জড়ো হয় গন্তব্য

আমি এমন একটা ঘর চাই বুকের ভেতর
যেখানে কুশল খবরের চিঠি রেখে
উদাস বসে থাকে কোঠার বারান্দায়

 

ছবি – রবিন্দ্রনাথ ঠাকুর

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply