১
রাতের কাছাকাছি পথ কিছু গহীন
ভেতর ভেতর শিল্প হয়ে ওঠে
২
ভালো থাকার পর অধিক স্রোত
শূণ্যের কাছে আটকায় আনুকূল্য
৩
রুক্ষ্ম বক্ষ নিয়ে দেখি দাফন
দহন দেখতে ছাইয়ের পূর্বে
৪
আবহাওয়া জলবায়ু করাকে – সংসার বলে।
আনাজ দিয়ে আমাদের যাবতীয় তাপমাত্রা
৫
আমার দিন ছিলো না – তাই দীন বোঝা যায়
৬
শহরটি আমার দেখা ফাঁকা করে যায়
যতটা বিকেল চাঁদ অসূর্যম্পশ্যা
এই যতটা বিলুপ্তি নিয়ে শব্দ হওয়া
৭
শহরটি আমার হবে না, আমরা পরস্পরের সংখ্যা গুনি –
অতএব নদী, মাঠ, শহর,গ্রাম সূচক হয়ে দূরত্বের কাছাকাছি
ছবি – নন্দলাল বসু