শ্রেয়সী চট্টোপাধ্যায়ের কবিতা

প্রতীকী ছবি

রাতের কাছাকাছি পথ কিছু গহীন
ভেতর ভেতর শিল্প হয়ে ওঠে

 

ভালো থাকার পর অধিক স্রোত
শূণ্যের কাছে আটকায় আনুকূল্য

 

রুক্ষ্ম বক্ষ নিয়ে দেখি দাফন
দহন দেখতে ছাইয়ের পূর্বে

 

আবহাওয়া জলবায়ু করাকে – সংসার বলে।
আনাজ দিয়ে আমাদের যাবতীয় তাপমাত্রা

 

আমার দিন ছিলো না – তাই দীন বোঝা যায়

 

শহরটি আমার দেখা ফাঁকা করে যায়
যতটা বিকেল চাঁদ অসূর্যম্পশ্যা
এই যতটা বিলুপ্তি নিয়ে শব্দ হওয়া

শহরটি আমার হবে না, আমরা পরস্পরের সংখ্যা গুনি –
অতএব নদী, মাঠ, শহর,গ্রাম সূচক হয়ে দূরত্বের কাছাকাছি

 

ছবি – নন্দলাল বসু

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By শ্রেয়সী চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের বাসিন্দা হলেও বর্তমানে গ্রাজুয়েশন শেষের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই। মূলত বই পড়া, ঐতিহাসিক স্থানে ভ্রমণ, ছবি আঁকা এসব কিছু নিয়েই থাকা পছন্দের।

Leave a Reply