সৌমেন চট্টোপাধ্যায়ের কবিতা

প্রতীকী ছবি

ঘুম

খুব ইচ্ছে হয় একদিন ঘুমিয়ে পড়ব
শান্ত দীর্ঘ ঘুম
ঘুমের মধ্যে কোথাও কোনও শব্দ হবে না
কোথাও কেউ অপেক্ষা করবে না
কেউ ডাকবে না
আমি তলিয়ে যাব গভীর থেকে গভীরে
নরম পাঁকের ভিতর মুখ রেখে ঘুমিয়ে কাদা হয়ে থাকব

গভীর ঘুমের এই স্বপ্নটা আজকাল খুব দেখছি ভোরবেলা

তোমরা যে বলো ভোরের স্বপ্ন সত্যি হয় !

 

স্বপ্ন

আমার ঘুমের ভিতর স্বপ্নেরা হানা দেয়
আমি ঘুম থেকে উঠে তাদের কড়া ব্যবস্থা নিই
সমালোচনা করি
কেন তারা আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে

এভাবেই রোজ রোজ স্বপ্নে
নিজেকে জাগিয়ে রাখার নির্দেশ দিয়ে চলেছি।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সৌমেন চট্টোপাধ্যায়

সম্পাদক বৈঠকী আড্ডা পত্রিকা। প্রকাশিত কবিতার বই : এসো শোক বেড়ে দিই। যাপনচিত্র প্রকাশন।

Leave a Reply