রাজীব লোচন মাহাতর কবিতা

প্রতীকী ছবি

আম তলে জাম তলে

আম তলে জাম তলে ঘুরে বেড়ায় ছেলেটি।
টির-ডাঙ খেলে রাস্তায়।
মাঠে।

সে জেনেছে, মজুর বাপের কাছ থেকে,
শহরে মাঠ নেই।
শুধু বড় বড় বাড়ি। হাওয়া ঢুকে নাই।

সে যাবে না শহরে।

 

টুসু মাস

পৌষ মাস টুসুর মাস।

মীনার বাপ মেয়েকে এনে দিয়েছে
মাটির টুসু।
মীনা গান করে টুসু গান।

ভালোবাসার গান থেকে লহরে লহর।

 

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By রাজীব লোচন মাহাত

রাজীব লোচন মাহাত পুরুলিয়া জেলায় ডাঙ্গরডিত গ্রামে ১৯৯৮ সালে ৩রা আগস্ট জন্ম। ঝুমুর নিয়ে গবেষণা করেছেন।

Leave a Reply