এমন একটা কবিতা
এমন একটা কবিতা লিখতে চাই
যা পড়তে পড়তে
আলো এসে পড়বে
চাকরিপ্রার্থী বিষণ্ণ যুবকের মুখে।
পাড়ার ছেলেরা কলতলার স্নান ভুলে
হইহই করে ছুটে গিয়ে
ঝাঁপ দেবে পুকুরে
হঠাৎই অনেকদিন পর
সংজ্ঞা ফিরে পাবে
কোমায় চলে যাওয়া রূগী
আর কোন কারণ ছাড়াই
তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে
‘না না,আজ তোমার কোন ভুল নেই’।