গৌতম সাহার দুটি কবিতা

প্রতীকী ছবি

অনির্বাচিত

আমাকে আমার মতো করে তুলতে পারি না বলে
এত কষ্ট এত অশ্রুজল
এত অচেনা লাগে নিজেকে
মনে হয় সাঁই সাঁই শন শন হাওয়ায়
নিজের কিছুই শুনতে পাই না
শুধু গলা ধরে আসে
গাছের ডালে এলিয়ে পড়ে পাখি
কিছুই ভাবতে পারছি না নিজেকে
ফাঁকা ফাঁকা . . .

 

আলোর করুণা

কিছুই দেবে না বলে যা দিলে
তার অরূপরতন পেয়ে ভেবেছি
বেশ এইটুকুতেই চলে যাবে
এই তো জীবন কালীনাথ তুমি জানো
যা পেয়েছি তা সারাজীবনের অপেক্ষা
আবছা হয়ে গিয়ে ঝুঁকে পড়েছিলাম
এবারে সোজা হয়ে দাঁড়াতে পারবো
ধীরে ধীরে ফিরে পাচ্ছি স্মৃতি
একটু একটু করে আলোড়িত হচ্ছি
এতদিন অপরের দিকে তাকিয়ে থেকেছি
আর আজ পেলাম নিজের চেনা শব্দ
তা আগ্নেয়গিরি হলেও নিজের এটুকু
বুঝতে বুঝতে অবিশ্রান্ত থেকে যাবো

 

ছবি – রবীন্দ্রনাথ ঠাকুর

 

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By গৌতম সাহা

জন্ম ১৯৭২ আগস্ট, নদীয়ার নবদ্বীপে। পেশা শিক্ষকতা। কাব্যগ্রন্থ : দুখজাগানিয়া, চিরহরিৎ অক্ষর, বিষ ও বৈভব, উন্মাদলিপি, আগুনের মুদ্রা। সম্পাদনা : ফিনিক্স ও মাসে মাসে কবিতা।

Leave a Reply