সোসাইটি
আসুন যুদ্ধ দেখি, রক্তের ফোঁটায় তৈরি হওয়া নদী দেখি
আসুন আমরা সবাই সবাইকে তীরের ফলায় রাখি লক্ষ্য রেখে
যেটুকু চাপা যন্ত্রণা আছে শিরায় শিরায়, সেখানে উপশম হওয়ার
মলম খুঁজি রাস্তার কোনো বড় ওষুধের দোকানে,
যেখানে টাকা দিয়ে পাওয়া যাবেনা আমার আপনার মলম
সেখানে পাওয়া যাবে টিটেনাস নামক একটি ইনজেকশন,
আমাদের রক্তে মিশে যাবে নিমেষে, আমরা তারপর হয়ে উঠব একটা
রোবট। থাকবে না কোনো অনুভবের জন্য একটা শ্বাশত মন
শুধু থাকবে একটা মিটার,দূরত্বের।যেখানে মাপা হবে আমার আপনার
কৌণিক অবস্থান। তবুও দূর থেকে আমাদের একে ওপরের মধ্যে থাকবে
একটা সিভিল সোসাইটির স্ট্যাম্প। আর তারপর আমরা ভেবে নেব
আমাদের মতো করে আকাশ – মাঠ – ঘাট – ফসলের উদপাদন। একটু
বাতাস আর সবুজের খোঁজে চলে যাব দিগন্ত দেখতে, তারপর সূর্যস্নাত
নীল জলের ওপর দেখব না লাল আকাশের প্রতিফলিত আলো;
এক্সেল সিটে জমা হবে মোটা হিসেব; আর সমস্ত উদ্দীপনা
শুধু গুটি কয়েক ধূসর নোট থু থু দিয়ে গুনে নেব মাসের শেষে
ছবি – পিকাসো