প্রতীকী ছবি

জুঁই

ফোটার আগেই ঝরে পড়ে যে জুঁই
তার জন্য শব্দ খুঁজি

_____________________কুয়াশার

সময় গড়িয়ে নামে গ্রামীণ সীমান্তে
ধ্রুবতারা ওঠে

স্থানীয় ক্লাব ঘর উপচে
দেশকাল রাজনীতি

বাতাসে আজান – সঙ্গীত

তবু শব্দেরা হুসহাস উল্কা পতনের মতো
পৃথিবীর বুক ঘেঁষে মিলিয়ে যাচ্ছে অন্তরীক্ষে

 

ইশারা

প্রচণ্ড এক কালবৈশাখী এসে
তছনছ করে বসন্ত – বাগান

বোগেনভেলিয়া গড়িয়ে পড়েছে ছাদে
পাশে ভ্যানগগের সূর্যমুখী

ঘরে আজ সারারাত
জ্বলবে না আলো

এ কিসের ইশারা বল
প্রবল দু:সময়
নাকি তোমার আগম

 

ছবি – ভ্যানগগ

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By সূর্য মণ্ডল

তিনি দীর্ঘদিন ধরে কবিতার চর্চা করছেন। কবিতায় তাঁর নিজস্বতা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।

Leave a Reply