অভিমান্য পালের কবিতা

প্রতীকী ছবি

ভাঙন

ম্লান আঙিনায় দাঁড়িয়ে অনায়াসে বলে দিতে পারি
যা কিছু আছে ভেঙে দাও , অবাঞ্ছিত যত সব
যেখানে অদৃশ্য তেতো মন সেই দিকে হেঁটে যাও
অন্ধকারে যেমন ফুল ফোটে বৃতি ও পাপড়িতে
কোথাও পূর্ণতার প্রশ্ন চিহ্ন নেই !

পুতুলের খেলাঘর ভেঙেছ জানি
শৈশবের জীবন সংসারে
নদীর মতো বাঁক পেলে কূল গড়ে নিও

 

ছায়া

দীর্ঘজীবন হেঁটে যায় অসংবদ্ধ ছায়া দ্যাখে
যার মুখ সাজানো কুন্তল মেঘে
চোখ যেন উদাসী ভঙ্গিমায় আত্মগত
যার কয়েকটি ভাষা প্রশ্ন সূচক

দূর থেকে কে একজন ব’লে যায়
যৌবন নাকি নশ্বর ;
আয়না দেখে কেঁপে ওঠে মন

 

ছবি – রবিন্দ্রনাথ ঠাকুর

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By অভিমান্য পাল

অভিমান্য পাল । জন্ম ২৩ জানুয়ারি ১৯৯০ নদিয়ার শান্তিপুর শহরে । পিতা অমল পাল মাতা মঞ্জু পাল। প্রকাশিত কবিতার বই অসবর্ণ কথা , কুসুমের ঘুম, জানলার মেঘ। সম্পাদিত পত্রিকা "একালের কবিকণ্ঠ"। নেশা: ঘুরতে ভালবাসা । বিভিন্ন দেশের ডাকটিকিট ও দেশলাই সংগ্রহ করা ।

Leave a Reply