অরিন চক্রবর্তীর কবিতা

প্রতীকী ছবি

টিকটিকি

দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে রুপোলি পা
যাযাবর সময় ও শাসকের রাজনীতির মতন
গিলে নিচ্ছে পাপ ও সত্যতা
সাধারণ মানুষ যেন উইপোকা…

আমি খসখসে চামড়ায় হাত বুলোই
লেজ খসে পড়ার পর
এপারের দেওয়াল থেকে ওপারে দেখি
মাঝখানে জানালার মতন শূন্যতা…

 

খোলস

সরীসৃপ নির্ভর শীতলতা কাটিয়ে
বুকে দিয়ে হেঁটে যায়।
বিশ্বাস করে মানুষ…
অথচ তারা বোঝেনি
সমস্ত সরীসৃপ আসলে জন্তু
অথচ, নিজেদের রক্তে ঢুকে যায় জান্তব প্রণালী…

 

মুখোশ

পিঠ ঠেকে যায় দেওয়াল জুড়ে
মিশে যাচ্ছে মুখ, মুখোশে?
এই প্রণয়ের ভিড় সরিয়ে রেখে,
দেখো, বহুস্বর চিৎকার হয়ে আসে।

এই হতাশার ভিতর আমি।
যন্ত্রণার ঘুণে খাওয়া বালি।
তবু, সুর ভেসে আসে কানে,
জানি, তুমি নরম ভাটিয়ালি।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By অরিন চক্রবর্তী

বারাসাতে বসবাস। ছোটো পত্রিকা প্রিয়, এই শব্দের জার্নির ভিতর কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে।

Leave a Reply